Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Area under irrigation (ha)

ঝালকাঠি জেলার মোট আয়তনসেচ যোগ্য জমি, সেচকৃত জমি এবং সেচ প্রদানের হার নিম্নরূপ:

ক্রমিক নং

জেলা

মোট আয়তন

(হেক্টর)


আবাদযোগ্য জমি

(হেক্টর)


সেচযোগ্য জমি

(হেক্টর)

সেচকৃত জমি (হেক্টর)

সেচ প্রদানের হার

(%)

সেচ বহির্ভূত জমি

(হেক্টর)









ঝালকাঠি

৭০,৬৮০

৫৯,৮৫২

৫২,৮১২

১৩০৮৫

২৮.০৪%

৩৯৭২৭








  উৎস: (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝালকাঠি ২০২০-২১)।

 

           মোট চাষযোগ্য এলাকার ২৪.০৪ % জমি সেচের আওতায় এসেছে । ঝালকাঠি জেলায় ৪০৫০৫.০০ হেক্টর চাষযোগ্য জমি যা সেচ সুবিধা বহির্ভূত। এই সেচ বহির্ভূত এলাকায় সেচ দিয়ে আরও বেশি খাদ্য উৎপাদনের একটি বিশাল সুযোগ রয়েছে। ঝালকাঠি জেলায় এলাকার প্রত্যেকটি উপজেলায় ভূপরিস্থ পানির প্রাপ্যতা রয়েছে। এই সমস্ত এলাকায় খাল/নাল, পুকুর পুনঃখনন করে ভূপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধিকরণ এবং বিভিন্ন আকারের সেচ অবকাঠামো নির্মাণ, ফসল রক্ষা বাঁধ নির্মাণ এবং ভূপরিস্থ সেচ ব্যবস্থাপনার জন্য ১-কিউসেক বিদ্যুৎ চালিত এলএলপি, ২-কিউসেক বিদ্যুৎ চালিত এলএলপি,  সৌর চালিত এলএলপি, ০.৫ কিউসেক ডিজেল চালিত এল.এল.পি স্থাপনের প্রস্তাবনা রয়েছে।