Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Construction Hoduyar Char Crop protection earthen Dyke
Image
Attachments

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে বিষখালী নদীর চরে হদুয়ার চর ফসল রক্ষা বাঁধ নির্মিত হয়। বাঁধের দৈর্ঘ্য ৩.৮ কি. মি.। উক্ত ফসল রক্ষা বাঁধে ২ টি ২-ভেন্ট পানি নিয়ন্ত্রণ অবকাঠামো (রেগুলেটর) নির্মাণ করা হয়। ফসল রক্ষা বাঁধ নির্মাণের ফলে উক্ত চরে প্রায় ২২০ হেক্টর অনাবাদী জমি চাষের আওতায় এসেছে। কিছু কিছু অংশে একটি ফসল অর্থাৎ আমন ধান চাষ করলেও ফসল কর্তনের আগেই নদীর জোয়ারের পানিতে তলিয়ে ফসল নষ্ট হতো। ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে মাঠে রেগুলেটর দিয়ে ভূ-উপরিস্থ পানি ওঠানামা নিয়ন্ত্রণ করে এক ফসলি জমি থেকে তিন ফসলি জমিতে রুপান্তরিত হয়েছে। কৃষকগণ উদ্বুদ্ধ হয়ে ২০২০-২১ অর্থবছরে প্রায় ৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এছাড়াও ১৮০ হেক্টর বোরো ধানসহ বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের সবজি মিষ্টিকুমড়া, লাউ, পেঁপে, বেগুন, ফুলকপি, টমেটো এবং ডাল ও তৈল জাতীয় ফসলের চাষাবাদ হচ্ছে।