Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা ও জেলা সেচ কমিটি

উপজেলা সমন্বয়/সেচ কমিটিঃ

       

১.       উপজেলা নির্বাহী অফিসার          ঃ       চেয়ারপার্সন

২.       উপজেলা কৃষি অফিসার               ঃ       সদস্য

৩.       পানি উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি     ঃ       সদস্য

৪.       বি আর ই বি এর প্রতিনিধি ঃ       সদস্য

৫.       বি আর ডি বি এর প্রতিনিধি       ঃ       সদস্য

৬.       এল জি ই ডি এর প্রতিনিধি          ঃ       সদস্য

৭.       জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রতিনিধি ঃ      সদস্য

৮.        উপজেলা কর্তৃক মনোনিত কৃষক প্রতিনিধি   ঃ    সদস্য

০৯.      সহকারী প্রকৌশলী ঃ       সদস্য সচিব

 

টার্মস এন্ড রেফারেন্স ঃ

  • মাঠ পর্যায় থেকে প্রাপ্ত স্কীম মূল্যায়ন এবং অনুমোদন প্রদান।
  • সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
  • প্রকল্প বাস্তবায়নকালীন যদি কোন সমস্যার উদ্ভব হয় তা প্রকল্প বাস্তবায়ন কমিটিকে অবহিতকরণ।
  • প্রয়োজন অনুসারে এই কমিটি নতুন অন্য কোন সদস্য কো-অপ্ট করতে পারবে।

 

সেচ কমিটি গঠন এবং সমন্বয়করনঃ

প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে স্কীমসমুহ যথাযথভাবে পরিচালনা এবং নির্দিষ্ট করা এবং বাস্তবসম্মত সেচচার্জ নির্ধারন করার জন্য প্রতিটি স্কীমে একটি সেচ কমিটি গঠন করা হবে। বিএডিসি এই কমিটির সমন্বয় করবে।

 

এলএলপির সাহায্যে খাল থেকে পানি উত্তোলন করে মাঠে পানি সরবরাহ করা হবে। এইসব কার্যসমুহ পরিচালনার জন্য একটি সেচ কমিটি প্রত্যেকটি এলএলপি স্কীমে গঠন করা হবে যেখানে ১জন সেক্রেটারী, ১জন কোষাধ্যক্ষ এবং ৬ জন সদস্য থাকবেন। এই কমিটি সদস্যগণ সরাসরি ভোটে নির্বাচিত হবেন জমির মালিক এবং বর্গাদারদের ভোটে। এই কমিটি সেচচার্জ আদায় সঠিকভাবে সেচ সরঞ্জামাদী পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ এর জন্য দায়বদ্ধ থাকবেন। এই কমিটি পানি উত্তোলনের জন্য অর্থ আদায় করবেন এবং সংশ্লিষ্টদের পারিশ্রমিক দিবে। সেকেন্ডারি সেচ কমিটি কর্যক্রম বিএডিসি তদারকি করবে।

 

টার্মস এন্ড রেফারেন্স ঃ

  • প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে সেচস্কীমে পানি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।
  • সেচস্কীমে প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে উদ্ভূত যে কোন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।
  • প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে সেচযন্ত্রপাতি মেরামত ও রক্ষনাবেক্ষনের জন্য বিএডিসি’র স্থানীয় অফিসে যোগাযোগ করবে।
  • কৃষকদের নিকট হতে সেচচার্জ গ্রহন করবে এবং বিএডিসি’র স্থানীয় অফিসে জমা দিবে।
  • উপজেলা সেচ/সমন্বয় কমিটি স্কীমসমুহ অনুমোদন দিবে এবং এই কমিটি (পানি ব্যবহারকারী সমিতি) এই কমিটি বিএডিসি’র স্থানীয় অফিস দ্বারা অনুমোদিত হবে এবং ইহা উপজেলা সেচ/সমন্বয় কমিটি কে জানানো হবে। কৃষকদের চাহিদা অনুসারে এবং স্কীমের প্রকৃত অবস্থা অনুযায়ী উপজেলা সেচ/সমন্বয় কমিটি কোন স্কীম বদল করতে পারেন।

 

জেলা সমন্বয়/সেচ কমিটিঃ

১.        চেয়ারম্যান, সংশ্লিষ্ট জেলা পরিষদ ঃ       উপদেষ্টা

২.       জেলা প্রশাসক                        ঃ       চেয়ারপার্সন

৩.       সুপারিনটেডেন্ট অব পুলিশ         ঃ       সদস্য

৪.       উপ-পরিচালক, ডিএই               ঃ       সদস্য

৫.       পানি উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি     ঃ       সদস্য

৬.       বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি   ঃ       সদস্য

৭.       বি আর ই বি এর প্রতিনিধি          ঃ       সদস্য

৮.       এল জি ই ডি এর প্রতিনিধি          ঃ       সদস্য

৯.       নির্বাহী প্রকৌশলী, বিএডিসি (সংশ্লিষ্ট জেলা)/মনোনীত প্রতিনিধিঃ      সদস্য সচিব

 

টার্মস এন্ড রেফারেন্সঃ

  • প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
  • প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে মাঠ পর্যায়ে চাহিদা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে পরামর্শ প্রদান।
  • জেলা সমন্বয়/সেচ কমিটির প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবসমুহ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ/সিদ্ধান্ত প্রদান।
  • প্রকল্প বাস্তবায়নকালীন যদি কোন সমস্যার উদ্ভব হয় তা প্রকল্প বাস্তবায়ন কমিটিকে অবহিতকরণ।
  • প্রয়োজন অনুসারে এই কমিটি নতুন অন্য কোন সদস্য কো-অপ্ট করতে পারবে।