(ক) ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদ উন্নয়নের নিমিত্তে সেচ অবকাঠামো নির্মাণ, ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ সেচনালা নির্মাণের মাধ্যমে সরেজমিনে দক্ষ সেচ ও পানির ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন।
(খ) খাল নালা ইত্যাদি সংস্কার, খনন/ পুনঃখনন এবং সেচ অবকাঠামো নির্মাণ করে পানির প্রাপ্যতা বৃদ্ধিসহ শক্তি চালিত ও ভাসমান পাম্প ব্যবহারের মাধ্যমে বোরো মৌসুমে ভূ-পরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ।
(গ) সেচযন্ত্র, সেচ এলাকাসহ ভূ-গর্ভস্থ/ ভূ-পরিস্থ পানি সম্পদ জরিপ, আধুনিক উন্নত পদ্দতিতে অটো রেকর্ডার এর মাধ্যমে পানির স্তর পরিবীক্ষণ। অত্যাধুনিক পরীক্ষাগারের মাধ্যমে পানির গুনাগুন পরীক্ষা এবং সংরক্ষণ করে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তথ্য সেবা প্রদান।
(ঘ) লবণ পানির অনুপ্রবেশ সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পূর্বাভাস প্রদান ও প্রতিরোধ পরামর্শ প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস