খাল/নালা পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে খালের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে সেচ এলাকা সম্প্রসারণসহ ভূ-পরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং অতিরিক্ত ফসল উৎপাদন করা।
পুকুর পুনঃখনন করা।
ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণের মাধ্যমে সেচযন্ত্রের সেচ দক্ষতা বৃদ্ধি করে পানির অপচয় রোধসহ অধিক ফসল উৎপাদন করা।
সেচ এলাকা সম্প্রসারণের জন্য বিভিন্ন ধরনের সেচ অবকাঠামো বক্স-কালভার্ট, ক্যাটল ক্রসিং, রেগুলেটর নির্মাণ করা
পর্যবেক্ষণ নলকূপের মাধ্যমে ভূ-গর্ভের পানির লেভেল পরিমাপ করা, লবন পানির অনুপ্রবেশ পর্যবেক্ষণ ও সেচের পানির গুনাগুন পরীক্ষা করা।
সেচ এলাকা সম্প্রসারণের জন্য বাৎসরিক ভাড়া ভিত্তিতে শক্তিচালিত সেচযন্ত্র (১, ২ ও ৫ কিউসেক) কৃষকদের নিকট সরবরাহ করা।
সেচ খরচ কমানোর জন্য সেচযন্ত্র বিদ্যুতায়ন করা।
সোলার সেচযন্ত্র স্থাপনের মাধ্যমে সর্বাধুনিক পদ্ধতিতে নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে সেচকার্য পরিচালনা করা।
রাবার ড্যাম নির্মাণ করা।
ড্রিপ সেচ পদ্ধতিতে ফলবাগান, ফুল ও শাক-সবজিতে সেচ প্রদান করা।
ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা।
সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক/স্কীম ম্যানেজারদের প্রশিক্ষণ প্রদান করা।