উপজেলা সমন্বয়/সেচ কমিটিঃ
১. উপজেলা চেয়ারম্যান ঃ উপদেষ্টা
২. উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ চেয়ারপার্সন
৩. উপজেলা কৃষি কর্মকর্তা ঃ সদস্য
৪. পানি উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি ঃ সদস্য
৫. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি ঃ সদস্য
৬. বি আর ই বি এর প্রতিনিধি ঃ সদস্য
৭. এল জি ই ডি এর প্রতিনিধি ঃ সদস্য
৮. অফিসার ইনচার্জ (থানা) ঃ সদস্য
৯. এনজিও প্রতিনিধি ঃ সদস্য
১০. সহকারী প্রকৌশলী ঃ সদস্য সচিব
টার্মস এন্ড রেফারেন্স ঃ
সেচ কমিটি গঠন এবং সমন্বয়করনঃ
প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে স্কীমসমুহ যথাযথভাবে পরিচালনা এবং নির্দিষ্ট করা এবং বাস্তবসম্মত সেচচার্জ নির্ধারন করার জন্য প্রতিটি স্কীমে একটি সেচ কমিটি গঠন করা হবে। বিএডিসি এই কমিটির সমন্বয় করবে।
এলএলপির সাহায্যে খাল থেকে পানি উত্তোলন করে মাঠে পানি সরবরাহ করা হবে। এইসব কার্যসমুহ পরিচালনার জন্য একটি সেচ কমিটি প্রত্যেকটি এলএলপি স্কীমে গঠন করা হবে যেখানে ১জন সেক্রেটারী, ১জন কোষাধ্যক্ষ এবং ৬ জন সদস্য থাকবেন। এই কমিটি সদস্যগণ সরাসরি ভোটে নির্বাচিত হবেন জমির মালিক এবং বর্গাদারদের ভোটে। এই কমিটি সেচচার্জ আদায় সঠিকভাবে সেচ সরঞ্জামাদী পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ এর জন্য দায়বদ্ধ থাকবেন। এই কমিটি পানি উত্তোলনের জন্য অর্থ আদায় করবেন এবং সংশ্লিষ্টদের পারিশ্রমিক দিবে। সেকেন্ডারি সেচ কমিটি কর্যক্রম বিএডিসি তদারকি করবে।
টার্মস এন্ড রেফারেন্স ঃ
জেলা সমন্বয়/সেচ কমিটিঃ
১. চেয়ারম্যান, সংশ্লিষ্ট জেলা পরিষদ ঃ উপদেষ্টা
২. জেলা প্রশাসক ঃ চেয়ারপার্সন
৩. সুপারিনটেডেন্ট অব পুলিশ ঃ সদস্য
৪. উপ-পরিচালক, ডিএই ঃ সদস্য
৫. পানি উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি ঃ সদস্য
৬. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি ঃ সদস্য
৭. বি আর ই বি এর প্রতিনিধি ঃ সদস্য
৮. এল জি ই ডি এর প্রতিনিধি ঃ সদস্য
৯. নির্বাহী প্রকৌশলী, বিএডিসি (সংশ্লিষ্ট জেলা)/মনোনীত প্রতিনিধিঃ সদস্য সচিব
টার্মস এন্ড রেফারেন্সঃ
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)